• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন মেহজাবিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ১২:৩৫
ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন মেহজাবিন
মেহজাবিন চৌধুরী

ছোট পর্দার সুপারস্টার মেহজাবিন চৌধুরী। নিজের অভিনয় গুণে অনন্য একটা অবস্থান তৈরি করেছেন ভক্তদের মাঝে। এবার এই অভিনেত্রীকে 'ভ্যাকসিন চ্যাম্পিয়ন' হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের শিশু উন্নয়ন ও নিরাপত্তাসংক্রান্ত বিশেষ সংস্থা ইউনিসেফ (বাংলাদেশ)। ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দিতেই তারকাদের নিয়ে প্রচারণা চালাচ্ছে সংস্থাটি। আর সে কারণেই মেহজাবিনকে নিয়ে তাদের এমন প্রচার।

আরও পড়ুন... স্বামীর সঙ্গে না থাকার কারণ জানালেন ন্যান্সি

সংস্থাটি তাদের ফেসবুক পেজে লিখেছে, 'বাংলাদেশের একজন শীর্ষ মডেল এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী মেহজাবিন বিশ্বাস করেন, আমাদের একের স্বাস্থ্য অপরের স্বাস্থ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল। তাই ইউনিসেফের সাথে, সঠিক সময়ে টিকা নিয়ে কেবল নিজেরই নয়, আশপাশের সকল মানুষকেও সুরক্ষিত রাখার অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।’

আরও পড়ুন... ভাইকে খুনের অভিযোগে নায়িকা গ্রেপ্তার

মেহজাবিন নিজের ফেসবুকে লেখেন, ‘টিকা আমাকে, আমার আপনজনদের এবং আমার দেশকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করেছে। যখন আপনার সময় আসবে, তখন করোনাভাইরাস থেকেও টিকা আপনাকে নিরাপদ রাখবে। তাই এই টিকাদান সপ্তাহে আপনার ও আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন এবং প্রতিটি মানুষের কাছে টিকা পৌঁছে দিতে আমার ও ইউনিসেফের সাথে আপনিও যোগ দেন।’

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh