Mir cement
logo
  • ঢাকা বুধবার, ১৯ মে ২০২১, ৫ জ্যৈষ্ঠ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ১১:১৮
আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১১:২৭

ভাইকে খুনের অভিযোগে নায়িকা গ্রেপ্তার

ভাইকে খুনের অভিযোগে নায়িকা গ্রেপ্তার
শানায়া কাটওয়ে

প্রেমের সম্পর্কে বাঁধা দেয়ায় নিজ ভাইকে টুকরো টুকরো করে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়ে। তার ভাই রাকেশ কাটওয়েকে (৩২) হত্যার প্রমাণ হাতে আসার পরই নায়িকাকে আটক করে হুব্বাল্লি গ্রামীণ পুলিশ। আপতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এই কন্নড় অভিনেত্রী।

আরও পড়ুন. বলিউড অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শ

জানা যায়, ধারওয়াড় জেলা পুলিশের তরফে এই মামলার চার সন্দেহভাজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) এবং নিয়াজাহমেদ কাটিগর (২১)। তাদের জেরা করেই এই হত্যার পেছনে শানায়ার জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যায়।

অভিযুক্ত নিয়াজাহমেদ কাটিগরের (২১) সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল তার ভাই। সেই জেরেই প্রেমিকার সঙ্গে মিলে রাকেশ কাটওয়েকে হত্যার চক্রান্ত করেন নিয়াজাহমেদ।

আরও পড়ুন. পূর্ণিমার ওপর বিরক্ত মান্নার স্ত্রী

পরিকল্পনা মতো রাকেশকে তার বাড়িতেই খুন করা হয়। ঘটনার সময় বাড়িতেই ছিলেন শানায়া। নিয়াজাহমেদ এবং বাকি তিন অভিযুক্ত রাকেশের মৃতদেহের অংশগুলো পৃথকভাবে দেবরগুদিহালের বনাঞ্চলে, গাদাগ রোড ও হুবলির অন্যান্য অঞ্চলে ফেলে দেয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এনএস

RTV Drama
RTVPLUS