'প্রেম মানেই ভালোবাসা' জানাবেন নিশো
হালের ব্যস্ত টিভি অভিনেতা আফরান নিশো। আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফিতে অতিথি হয়ে আসছেন তিনি।
সরাসরি প্রচারিত অনুষ্ঠানটি রাত জাগা দর্শকদের জন্য।
এবারের টপিক 'প্রেম মানেই ভালোবাসা'। প্রেম ও ভালোবাসা সম্পর্কিত কথা বলার পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করবেন নিশো। কথা বলবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে।
যেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্যজনের জন্য কিভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন।
টেলিফোন ও ইমেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে 'প্রেম মানেই ভালোবাসা' বিষয় নিয়ে কথা বলা হবে।
আসছে ১৫ এপ্রিল (শনিবার রাত ১২ টা ১ মিনিটে) সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভির পর্দায়।
এইচএম