• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গীতিকার ওসমান শওকত মারা গেছেন

আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২১, ১৩:১২
বীর মুক্তিযোদ্ধা, গীতিকার, ওসমান শওকত, মৃত্যু,
ওসমান শওকত।

বীর মুক্তিযোদ্ধা ও অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ওসমান শওকত মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

গীতিকারদের সংগঠন গীতিকবি সংঘ বাংলাদেশ ওসমান শওকতের মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছে। বাদ জোহর জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে তার দাফন হওয়ার আগে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দেয়া হবে।

তার অসংখ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি’ ও ‘এক ফোঁটা বিষ আজ’।

এছাড়াও ওসমান শওকতের ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘আমি চাঁপাডাঙার বউ’, একটি বজ্র কণ্ঠ থেকে বাঙালির উত্থান’, ‘যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান’ এবং ‘সুখের সংজ্ঞাকে যদি আমি জানতাম’, ‘না যাইও না যাইও বন্ধে বৈদেশে না যাইও’সহ বহু শ্রোতাপ্রিয় গান রয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
X
Fresh