Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

প্রযোজকের শরীরের গন্ধ জানতে চাওয়ায় যা বললেন অভিনেত্রী

প্রযোজকের শরীরের গন্ধ জানতে চাওয়ায় যা বললেন অভিনেত্রী
ইয়া-জাং উন

চলতি বছর অস্কারে সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়া-জাং উন। হলিউডের স্বনামধন্য অভিনেতা ব্রাড পিটের প্রযোজিত ‘মিনারি’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছেন এ অভিনেত্রী। দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম এই সম্মাননা পেলেন।

অস্কারে এক সাংবাদিক ৭৩ বছর বয়সী ইয়া-জাং উনকে প্রশ্ন করেন, ব্রাড পিটের শরীরের গন্ধ কেমন? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘আমি তার গন্ধ শুঁকে দেখিনি। আমি কুকুর নই।’

প্রসঙ্গত, অস্কারের মঞ্চে ৫৭ বছর বয়সী ব্রাড পিটের সঙ্গে প্রথম দেখা হয় ইয়া-জাং উনের। তিনি বলেন, ‘জনাব ব্র্যাড পিট, শেষ পর্যন্ত দেখা হয়ে ভালো লাগছে। শুটিংয়ের সময় কোথায় ছিলেন? আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মান অনুভব করছি। ’

এনএস

RTV Drama
RTVPLUS