• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অস্কারে সেরা ছবি ‘নোমাডল্যান্ড’

বিনোদন ডেস্ক

  ২৬ এপ্রিল ২০২১, ১১:৩৪
ছবি- সিএনএন থেকে নেয়া।

অস্কার ২০২১ অনুষ্ঠান দু’টো ভেন্যুতে সরাসরি অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র ডলবি থিয়েটারে নয়, লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনেও তা হচ্ছে। দর্শকের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া উপস্থিত তারকা ও সঞ্চালকরাও কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অংশ হয়েছেন। এবারের অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে নোমাডল্যান্ড।

চলুন পাঠক এক নজরে দেখা নেয়া যাক অস্কারে সেরার তালিকা।

সেরা ছবি – নোমাডল্যান্ড

সেরা পরিচালক – ক্লোয়ি ঝাও (নোমাডল্যান্ড)

সেরা অভিনেতা – অ্যান্টনি হপকিনস (দ্য ফাদার)

সেরা অভিনেত্রী – ফ্র্যান্সিস ম্যাকডরম্যান্ড (নোমাডল্যান্ড)

সেরা সহ-অভিনেতা – ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা)

সেরা সহ-অভিনেত্রী – ইউন ইয়হ জং (মিনারি)

সেরা মৌলিক চিত্রনাট্য – এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং উওম্যান)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য – ক্রিস্টোফার হ্যাম্পটন অ্যান্ড ফ্লোরিয়ান জেলার (দ্য ফাদার)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম – সোল

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম – অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)

সেরা তথ্যচিত্র (ফিচার) – মাই অক্টোপাস টিচার (নেটফ্লিক্সের)

সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র – কোলেট (আমেরিকান)

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম – টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম – ইফ এনিথিং হ্যাপেনস আই লাভ ইউ

সেরা অরিজিনাল স্কোর – সোল

সেরা অরিজিনাল সং – ‘ফাইট ফর ইউ’ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা)

সেরা আবহ – সাউন্ড অফ মেটাল

সেরা প্রোডাকশন ডিজাইন – ম্যাঙ্ক

সেরা সিনেম্যাটোগ্রাফি – এরিক মেসার্সমিডট (ম্যাঙ্ক)

সেরা মেকআপ ও হেয়ার স্টাইলিং – সার্জিও লোপেজ-রিভেরা, মিয়া নিল এবং জামিকা উইলসন (মা রেনে’স ব্ল্যাক বটম)

সেরা পোশাক সজ্জা – অ্যান রথ (মা রেনে’স ব্ল্যাক বটম)

সেরা সম্পাদনা – মিকেল ই জি নেলসন (সাউন্ড অফ মেটাল)

সেরা ভিজ্যুয়াল এফেক্ট – টেনেট (পরিচালনায় ক্রিস্টোফার নোলান)

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh