Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১০ মে ২০২১, ২৭ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ এপ্রিল ২০২১, ২২:০০
আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১০:১০

ওমর সানী রূপে আসছেন তামিম মৃধা

ওমর সানি রূপে আসছেন তামিম মৃধা

ইউটিউবার হিসেবে আলোচনায় আসেন তামিম মৃধা। এরপর মিউজিক ভিডিও, নাটক, শর্টফিল্ম ও টেলিছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান। বর্তমানে অভিনয় ও গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আসছে ঈদে ‘বিদ্রেহী প্রেমিক’ নামে বিশেষ একটি নাটকে দেখা যাবে তাকে। সেখানে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী রূপে হাজির হবেন তামিম।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এক সময় ওমর সানী ভাইয়ের সিনেমা ছিল দর্শকদের বিনোদনের অনেক বড় মাধ্যম। তার অভিনয়ের আলাদা স্টাইল আছে, যা তার ভক্তরা আজও মনে রেখেছেন। কমেডি নির্ভর এই নাটকটির মূল উদ্দেশ্য আসছে ঈদে দর্শকদের বাড়তি বিনোদন দেয়া।’

জানা যায়, ওমর সানী সাজার জন্য মাথায় ডাবল উইক পড়েছিলেন তামিম। শুধু তাই নয়, ক্লিন সেভ করে বাম হাতের ব্যবহার করেছেন তিনি। ওমর সানীর মতো ডায়লগ দিতেও দেখা যাবে তাকে।

নাজমুল হাসানের পরিচালনায় নাটকটিতে তামিমের চরিত্রের নাম আশিক। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া আক্তার পায়েল। আসছে ঈদে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘বিদ্রোহী প্রেমিক’।

এনএস

RTV Drama
RTVPLUS