• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইউনেস্কোর সভায় বাংলাদেশের নৃত্যশিল্পী কাজী রায়হান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২১, ১৯:৫২
ইউনেস্কোর সভায় বাংলাদেশের নৃত্যশিল্পী কাজী রায়হান
নৃত্যশিল্পী কাজী রায়হান

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ডান্স কাউন্সিল (সিআইডি)। আগামী ২৯ এপ্রিল আয়োজিত ইউনেস্কোর আন্তর্জাতিক নৃত্য বিষয়ক এ সভায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবেন রুমঝুম নৃত্যালয়ের নৃত্য পরিচালক নৃত্যশিল্পী কাজী রায়হান। এবারের কাউন্সিলটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে নৃত্যশিল্পী কাজী রায়হান বলেন, 'এই আয়োজনে আমাকে ও আমার নৃত্য দল রুমঝুম নৃত্যালয়কে নিমন্ত্রিত করার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। করোনার এই মহামারীতে আমি থেমে থাকিনি। নাচের মাধ্যমে সবসময় সবাইকে সাবধান করে গিয়েছি এবং নিজে ও নিজের পরিবারকে সাবধানে রেখেছি। কখন ও ঘরে কিংবা কখনও ছাদে নাচ করে গিয়েছি। সবাইকে একটু হলেও আনন্দ দেয়ার চেষ্টা করে গিয়েছি।'

রুমঝুম নৃত্যালয়ের সদস্যদের সঙ্গে কাজী রায়হান

তিনি আরও বলেন, 'আমার সংগঠনের সদস্যদের নিয়ে এই দিনটিও আমি নাচের মাধ্যমে কাটাতে চাই। তাই আমি ও আামার সদস্যদের নিয়ে স্বদেশপ্রেম ও উদ্দীপনার গান ‘আজ বাংলাদেশের হৃদয় হত’ ও ‘তোরা সব জয়দ্ধনি কর’ এ দুটি গানের সংমিশ্রনে একটি সমবেত নৃত্য পরিবেশন করব। এটি কম্বডিয়া সময় বিকাল ৫টায় ও বাংলাদেশ সময় বিকাল ৪টায় তাদের নিজস্ব পেইজে অনুষ্ঠিত হবে। সারাদেশবাসীকে এবং সকল নৃত্যশিল্পীদেরকে বিশ্ব নৃত্যদিবসের শুভেচ্ছা।'

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh