• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নববর্ষে ৯২টি প্রেক্ষাগৃহে 'ধ্যাততেরিকি'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৭, ২২:৫৮

বহুল আলোচিত ছবি 'ধ্যাততেরিকি' সারাদেশের ৯২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুক্রবার (১৪ এপ্রিল)। পহেলা বৈশাখকে কেন্দ্র করে মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ-নুসরাত ফারিয়া, রোশান ও নবাগত ফারিন।

আরো অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত রনি, সাদেক বাচ্চু, সুষমা, শামীম হোসেন, চিকন আলী।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের একসঙ্গে বড় পর্দায় আসছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।

এর আগে রোশানের 'রক্ত' ছবিটি মুক্তি পায়। তবে তার জুটি ফারিনের এটাই প্রথম বড় পর্দায় কাজ।

২০১৬ সালের ৩১ অক্টোবর রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে নবাগত ফারিনের নাম ঘোষণা করেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। এর কয়েকদিন পর 'ধ্যাততেরিকি'র শুটিং শুরু হয়। এরপর টানা সিডিউলে শেষ হয় মূল অংশের দৃশ্যধারণের কাজ। মার্চে এফডিসিতে হয় কয়েকটি গানের শুটিং। কমেডি গল্পে তৈরি হয়েছে ছবিটি।

ঢাকার মধ্যে যেসব প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে

বলাকা (ঢাকা),শ্যামলী (ঢাকা) সনি (ঢাকা), মধুমিতা (ঢাকা), রাজমনি (ঢাকা), বিজিবি (ঢাকা), আনন্দ (ঢাকা), মুক্তি (ঢাকা), চিত্রামহল (ঢাকা), গীত (ঢাকা), অভিসার (ঢাকা), সেনা (ঢাকা), পূরবী (ঢাকা), চম্পা (টঙ্গী)।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিবছর আমার জন্য রানী টাইপ ড্রেস নিয়ে আসতেন : ফারিন খান
আইসিইউতে ফারিয়ার বাবা, নেই ঈদের আনন্দ
বুবলীকে নিয়ে তিন নায়কের লড়াই
রমজানের শুরুতেই দুঃসংবাদ দিলেন নুসরাত ফারিয়া
X
Fresh