Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ১৩:৪২
আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৩:৫৯

কবরীর ৫ ছেলে কে কোথায় আছেন?

কবরীর ৫ ছেলে কে কোথায় আছেন?
পাঁচ ছেলের সঙ্গে কবরী

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী। অসুস্থ থাকাকালীন হাসপাতালে সবসময় তার পাশে ছিলেন তৃতীয় ছেলে শাকের চিশতী। করোনার উপসর্গ নিয়ে তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন।

কবরীর প্রথম ঘরে দুই ছেলে এবং দ্বিতীয় ঘরে তিন ছেলে। তাদের মধ্যে বড় ছেলে অঞ্জন চৌধুরী আমেরিকায় পড়াশোনা করে দীর্ঘদিন ধরে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। দ্বিতীয় ছেলে রিজওয়ান চৌধুরীও যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে দুবাইয়ে চাকরি করছেন।

আরও পড়ুনঃ কবরীর মৃত্যুর কয়েক ঘন্টা পরই জন্ম নিয়েছে নাতনি

তৃতীয় ছেলে শাকের ওসমান চিশতী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি ইংল্যান্ডেই বসবাস শুরু করেন। তার চতুর্থ ছেলে জয়নাল চিশতী এখন কানাডার অভিবাসী। তিনি কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে জয়নাল স্ত্রীকে নিয়ে ওটোয়ায় থাকেন। আর সবচেয়ে ছোট ছেলে শান ওসমান চিশতী (প্রায় ৩০) ঢাকায় থাকেন। শান মানসিকভাবে প্রতিবন্ধী।

২০০৭ সালে ইমিগ্রেশন নিয়ে কানাডায় গেলেও কয়েকমাস পর দেশে ফিরে আসেন কবরী। তিনি পি এর কার্ড সারেন্ডার করে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন।

এনএস

RTV Drama
RTVPLUS