Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ১২:১২

‘অ্যাভাটর’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেয়ার কারণ জানালেন গোবিন্দ

‘অ্যাভাটর’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেয়ার কারণ জানালেন গোবিন্দ

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। তার কৌতুকপূর্ণ সংলাপ আর নাচে উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা। হিন্দি সিনেমায় যখন দারুণ সময় পার করছিলেন সেসময় জেমস ক্যামেরনের 'অ্যাভাটর' সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন গোবিন্দ। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেতা।

গোবিন্দ বলেন, 'আমার কাছে ৪১০ দিনের সময় চাওয়া হয়েছিলো 'অ্যাভাটর' সিনেমার জন্য। বলা হয়েছিলো পুরো শরীরে নীল রঙের পেইন্ট ব্যবহার করতে। আমি এই দুটির কোনটিতেই রাজী ছিলাম না।’

শুধু 'অ্যাভাটর' নয়, গাদ্দার, চাঁদনী, তাল এবং দেবদাসের মতো আলোচিত ও হিট হিন্দি সিনেমাগুলো সে সময় ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দ। মূলত সময়ের অভাবেই তিনি এসব সিনেমা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। ব্যস্ত শিডউলের জটিলতার জন্য ইচ্ছে থাকলেও কাজগুলো করা হয়নি গোবিন্দর।

এনএস

RTV Drama
RTVPLUS