Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১০ মে ২০২১, ২৭ বৈশাখ ১৪২৮

ইসলামিক গান নিয়ে আসছেন উপমা

শারমিন সুলতানা উপমা

এ প্রজন্মের গায়িকা শারমিন সুলতানা উপমা। রোজা উপলক্ষে একসঙ্গে ৪টি ইসলামি গান নিয়ে আসছেন তিনি।

গানগুলোর শিরোনাম-‘ও খোদা’, ‘জান্নাত’, ‘মালিক রাব্বানা’ ও ‘তোমার দয়া’। সবকটি গানই ভিডিও আকারে প্রকাশ করবে জিসান মাল্টিমিডিয়া।

জানা গেছে, ‘জান্নাত’-এর ভিডিও আগামীকাল (২২ এপ্রিল) বিকেল ৩টায় উন্মুক্ত করা হবে। এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম রবি। বাকিগুলো লিখেছেন শাহিন আক্তার পাখি ও শাহীন আলম। সবগুলো গানের সুর করেছেন শাহরিয়ার বাঁধন, সংগীতায়োজনে ওয়াহিদ শাহীন।

এ ব্যাপারে উপমা বলেন, আমি তো সব সময় আধুনিক গান করে থাকি। এই প্রথম মৌলিক ইসলামিক গান করেছি। চেষ্টা করেছি ইসলামি টোনেই গানগুলো গাওয়ার। ইবাদতের মাসে আমার গানগুলো সবার ভালো লাগবে আশা করি।

শারমিন সুলতানা উপমা ১০টির মতো মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। এছাড়া সিনেমায়ও গান করেছেন। তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ বেতারে।

এম

RTV Drama
RTVPLUS