• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

'প্রতিশোধ নেয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো'

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২১, ১১:২১
'প্রতিশোধ নেয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো'
ওমর সানীর ফেসবুক থেকে নেয়া

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। মহামারি পরিস্থিতিতে করোনায় অচেতন ও বেপরোয়া মানুষদের সতর্ক করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য তুলে ধরেন এই অভিনেতা।

সাগর পাড়ে স্তরে স্তরে সাজানো পাথরের উপর একটি গাছ, তার নিচে ছাউনিতে ঘেরা বসার জায়গার একটি প্রতীকী ছবির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো।'

করোনায় সচেতনার বিষয়ে ওমর সানী জানান, ‘দয়া করে ভুলে যান সামনে ঈদ, নতুন কিছু কিনতে হবে। শুধু বাঁচার জন্য স্বাস্থ্যবিধি ফলো করেন, আল্লাহকে স্মরণ করেন। বেঁচে থাকলে ঈদ অনেক পাবেন! রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। হোক না সেটা সীমিত, লস হিসাব করে লাভ নেই, আল্লাহ চাইলে সব হবে।’

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে ভালো নেই ওমর সানী
‘ডেডবডি’র ট্রেলারেই উত্তাল নেটদুনিয়া (ভিডিও)
ঝড়ে লণ্ডভণ্ড ওমর সানীর ‘চাপওয়ালা’
মুক্তির অনুমতি পেল ‘ডেডবডি’
X
Fresh