Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১০ মে ২০২১, ২৭ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক

  ২০ এপ্রিল ২০২১, ১০:৫০
আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১১:৩৬

বিপাকে পান্থ কানাই

পান্থ কানাই

জনপ্রিয় সঙ্গীত শিল্পী পান্থ কানাই বিপাকে পড়েছেন। তার নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে ধর্মীয়সহ স্পর্শকাতর নানা বিষয়ে আঘাত এনে পোস্ট দেয়া হচ্ছে।

এতে অনেকেই ভুল বুঝছেন তাকে। উপায় না পেয়ে শেষ পর্যন্ত ওই আইডিটি তার নয় এই মর্মে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর পল্লবী থানায় তার নামে খোলা ভুয়া আইডির বিরুদ্ধে (জিডি) করেছেন পান্থ কানাই।

পান্থ কানাই জানান, ফেসবুকে বাংলায় ‘পান্থ কানাই’ প্রোফাইল ও ইংরেজিতে তার নামে পেজ রয়েছে। কিন্তু তার নয়, এমন প্রচুর অ্যাকাউন্ট রয়েছে। যে আইডিগুলো থেকে নিয়মিত নানা ধরনের পোস্ট দেয়া হয়। ফলে বিভ্রান্তি দূর করতে জিডি করেছেন।

উল্লেখ্য, ২০০৩ সালে পান্থ কানাইয়ের সবশেষ একক অ্যালবাম ‘নৌকা জমিন নাটাই’ প্রকাশ পায়। মাঝখানে বিরতি দিয়ে ২০১৬ সালে অনলাইনে প্রকাশ হয়েছিল তার তিন গানের অ্যালবাম ‘দেহখাঁচা’। মাঝে-মধ্যে গেয়েছেন মিশ্র অ্যালবামেও।

এম

RTV Drama
RTVPLUS