Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১০ মে ২০২১, ২৭ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক

  ২০ এপ্রিল ২০২১, ১০:২২
আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১০:৩৯

ক্লাস টু থেকে সব রোজাই রাখি: দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এবার নায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার। চলতি বছর দীঘির অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’নামে দুটি ছবি মুক্তি পেয়েছে।

সবশেষ মুম্বাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন দীঘি।

চলছে রমজান মাস। তারকাদের ধর্ম পালন নিয়ে অনেকের কৌতূহল থাকে। এবার নিজের ধর্ম পালন নিয়ে খোলামেলা কথা বললেন দীঘি।

তিনি বলেন, ক্লাস ওয়ান থেকেই আমি রোজা রাখা শুরু করি। ওয়ানে ১৮ টা রোজা রাখি আমি স্পষ্ট মনে আছে। এরপর টু থেকে তো আলহামদুলিল্লাহ সব রোজাই রাখা হয়। তেমনভাবে মিস দেয়া হয়নি।

  • আরও পড়ুন... স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে মুখ খোলেননি হেফাজত নেতারা

ছোট বেলার কথা মনে করে দীঘি বলেন, আমার মা বেঁচে থাকতে তো অনেক ছোট ছিলাম। মা তখন রোজা রাখতে দিতে না। তবে আমার খুব ইচ্ছা হতো রোজা রাখার। বাসার সবাই রাখতো তো। সেহরির সময় দেখা যেত বাহিরের আওয়াজ, সবার হাঁটা চলার শব্দে ঘুম থেকে উঠে পড়েছি। সবার সাথে খেতাম এবং বলতাম আমিও রোজা রেখেছি। যদিও পরের দিন সকাল বেলা ওঠার পর মা জোর করে খাওয়াতো।

এম

RTV Drama
RTVPLUS