• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কবরীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি ছেলে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১৬:৩৯
কবরীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি ছেলে
কবরীর সঙ্গে ছেলে শাকের

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী। অসুস্থ থাকাকালীন হাসপাতালে সবসময় তার পাশে ছিলেন ছেলে শাকের চিশতী। এবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন শাকের।

জানা যায়, গতকাল রাত থেকেই শাকেরের জ্বর। খাবারেও স্বাদ-গন্ধ পাচ্ছেন না। অক্সিজেন স্যাচুরেশনও কমে যায়। এমন পরিস্থিতিতে দ্রুত পরিচিত চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। ডাক্তারের পরামর্শে ছুটে যান একটি সরকারি হাসপাতালে। করোনার পরীক্ষা শেষে সেখানে ভর্তি হতে না পেরে ঢাকার বারিধারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

শাকের চিশতী বলেন, ‘ফুসফুসের সিটিস্ক্যান করানো হয়েছে। এখনো রিপোর্ট হাতে পাইনি। করোনার টেস্টও করানো হবে। জ্বর, স্বাদ-গন্ধ না পাওয়ার না পাশাপাশি অক্সিজেন স্যাচুরেশন ৯৫ এর নিচে নেমে যাওয়ায় ঘাবড়ে যাই। তাই দ্রুত পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে ভর্তি হয়ে যাই।’

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী কবরী চলে যাওয়ার তিন বছর
বিএনপি নেতা রফিকুল ইসলাম হাসপাতালে ভর্তি
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ, একদিনেই হাসপাতালে ভর্তি ১৮৩
X
Fresh