• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

কবরীকে দেয়া কথা রাখতে পারলেন না শামীম ওসমান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১৮:০৮
কবরীকে দেয়া কথা রাখতে পারলেন না শামীম ওসমান

দেশবরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। কবরী সম্পর্কে তার চাচি ছিলেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শামীম ওসমান বলেন, ‘সারাহ বেগম কবরী একজন কিংবদন্তি অভিনেত্রী ছিলেন এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল। গত ২-৩ মাস আগে ওনার (কবরী) সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, 'শামীম বাসায় আসো। তোমার সঙ্গে আমার কথা আছে। আমি বলেছি, চাচি আসব। কষ্টের বিষয় আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি।’

তিনি আরও বলেন, 'চাচি অসুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করেছি। তার মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। চাচির জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরী চাচিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক।'

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার বাদ জোহর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হন এই কিংবদন্তি।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি শামীম ওসমান
ওমরাহ থেকে না ফিরলে ক্ষমা করবেন : শামীম ওসমান
‘আল্লাহর কাছে ওয়াদা করেছি, মাদক নির্মূল করব’
জিয়া হলের স্থানে নতুন ভবন করে নাম ‘৬ দফা’ রাখার দাবি
X
Fresh