Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২১, ১৯:০৪
আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৯:৫৪

যে কারণে ৩ বছর ধরে রোজা রাখেন না সোহেল রানা

৩ বছর ধরে রোজা রাখতে পারেন না সোহেল রানা
ফাইল ছবি

দেশীয় চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা, পরিচালক, প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। দীর্ঘদিন ধরেই সিনেমা সংশ্লিষ্ট সব কাজের বাইরে রয়েছেন তিনি। বর্তমানে কেমন আছেন তিনি?

খোঁজ নিয়ে জানা যায়, বয়স বাড়ার কারণে তার দেহে নানা রোগ বাসা বেঁধেছে। তাই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। গত দুই দিন যাবত তিনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন। প্রতিদিন তার হার্ট, প্রেশার, সুগারসহ এগারোটার মতো মেডিসিন নিতে হয়।

এদিকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না জানিয়ে আক্ষেপের সুরে সোহেল রানা বলেন, 'গত তিন বছর হলো রোজা রাখতে পারি না। মনটা তাই খারাপ। কিছু করার নেই। সময় মতো মেডিসিনগুলো না নিতে পারলে শরীরের অবস্থা আরও খারাপের দিকে যাবে।'

তবে রোজা না রাখতে পারলেও নামাজ আদায়, কোরআন তেলোয়াত করে ইবাদতে মশগুল থাকছেন এই অভিনেতা।

এনএস/পি

RTV Drama
RTVPLUS