• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন নির্মাতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২১, ১৭:৩৯
'ব্যাচেলর পয়েন্ট' নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন নির্মাতা
ফাইল ছবি

বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলোও যেনো দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) শেষ হয়েছে নাটকটির তৃতীয় সিজন। তবে দীর্ঘদিন নাটকের এই চরিত্রগুলোর মধ্যে থাকতে থাকতে নাটকটি কাজল আরেফিন অমির জীবনের অংশ হয়ে গেছে। আর তাইতো নাটকটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে কাঁদলেন এই নির্মাতা।

অমি বলেন, 'নাটকটি ছিল আমার আবেগের জায়গা। এটা দিয়ে আমি কখনো ব্যবসার চিন্তা করিনি। সেজন্য খুব কষ্ট করে পছন্দের কাজটির শেষ অংশের শুটিং করতে হয়েছে। গল্পে হাবুকে বিদায় দেওয়া থেকে শুরু করে শেষদিকের প্রতিটা দৃশ্যের শুটিংয়ের আমাদের পুরো টিমের সবাই কেঁদেছে। দিনগুলো আমাদের খুবই খারাপ গেছে। আমরা হাসতে ভুলে গিয়েছিলাম। আমরা সবাই মিলে ছিলাম ব্যাচেলর পয়েন্ট পরিবার। হয়তো একটি পরিবার হয়ে উঠতে পেরেছিলাম বলেই এই কান্না।'

তিনি আরও বলেন, 'আমি ক্যামেরার পেছনে ছিলাম। আমাকে দর্শকদের চেনার কথা নয়। অথচ আমি বাংলাদেশের যেখানেই গিয়েছে হাজার হাজার মানুষ আমাকে চিনেছে, ভালোবেসেছে। যখন নাটকটির শেষ পর্ব প্রচারিত হলো তখন অনেকেই আমাকে গালিগালাজ করছেন। মামলা করবেন হুমকি দিচ্ছেন। হাজার হাজার মানুষ জানতে চাচ্ছেন কেন নাটকটি শেষ করলাম। অনেকেই বলছেন, তাদের দু:খের সময়েও নাটকটি তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। আমার ছোট্ট জীবনে দর্শকদের কাছে থেকে এর চেয়ে বড় ভালোবাসা আর কি থাকতে পারে? সারাদেশের দর্শকেরা আমাদের পাশে ছিলেন, ভালোবাসেছেন, তার মান অভিমান বুঝতে পারছি। হাবু, কাবিলা, শুভ, নেহালসহ চরিত্রগুলো ছিল আমার সন্তানের মতো। তাদের ছেড়ে থাকতে হবে ভেবে কষ্টটা বেশি পাচ্ছি। এই কষ্ট, আবেগ, পেছনের শত ঘটনা হয়তো কাউকে বোঝানো যাবেনা।' কথাগুলো বলার সময় কেঁদে ফেলেন নির্মাতা।

পরবর্তী সিজন কবে শুরু হবে কিংবা আদৌ শুরু হবে কিনা সে বিষয়ে পরিষ্কার কোন বার্তা না দিলেও দর্শকদের কিছুটা আশার আলো দেখিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি বলেন, ‘জানি না সিজন ফোর করব কি না। তবে এইটুকু নিশ্চিত করে বলছি- যদি জীবিত থাকি এবং সুস্থ থাকি তাহলে কখনো না কখনো, কোন না কোন মাধ্যমে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব, কেমন আছে আপনাদের প্রিয় চরিত্রগুলো।’

এদিকে নিজের প্রিয় চরিত্রগুলো প্রসঙ্গে অমি জানান, ‘ভাল থাকুক কাবিলা, শুভ, হাবু, পাশা, নেহাল, আরেফিন, বোরহান, অন্তরা, শিমুল, জাকির (বজরা বাজার), জাকির (কর্পোরেট), ড্রোগবা, ককটেল বাবু, অদিত, হালিম, শিরিন, কাকা, বাচ্চু, তূর্য, নাবিলা, নিরালা, নাফিসা, রেহানা, সাদিয়া, লামিয়া, পলি চেয়ারম্যান, হান্টার আনোয়ার, সজীব, রিয়া ও আপনাদের সবার প্রিয় রোকেয়া। বেঁচে থাকুক হাজার বছর ধরে, আপনাদের হৃদয়ে। ভালবাসা ও কৃতজ্ঞতা আপনাদের প্রতি। সবাই ভুলে গেলেও আমি হয়ত কখনোই ভুলব না আমার প্রিয় চরিত্রগুলোকে।’

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শেষমেশ’-এ কাজের অভিজ্ঞতা দারুণ ছিলো : পারসা ইভানা
‘চক্কর ৩০২’ দিয়ে প্রথম কী চমক দিচ্ছেন জীবন?
আমি মারা গেলেও পলাশ আমাকে স্মরণ করবে : অমি
‘অসময়’ দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অমি
X
Fresh