Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২১, ১৭:১২
আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৭:১৮

আমি যথেষ্ট পরিমাণে জীবিত আছি: বেজবাবা সুমন

আমি যথেষ্ট পরিমাণে জীবিত আছি: বেজবাবা সুমন
ফাইল ছবি

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেজবাবা সুমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন, গেলো ফেব্রুয়ারিতে এমন খবরই শোনা যায়। তারপর সুমনের শারীরিক অবস্থা সম্পর্কে তেমন কোন খবর জানা যায়নি। এবার তিনি নিজেই তার শারীরিক অবস্থার খবর জানালেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেজবাবা সুমন লিখেছেন, 'আমার অবস্থা চলছে কোনরকম। সারাদিন হোটেলে বসে সাইবারপাঙ্ক খেলি আর তিনদিন পর পর হসপিটাল যাই থেরাপি করতে। নেক্সট মাসে ঢাকা চলে আসবো ইনশাআল্লাহ। স্পাইনের অবস্থা খুব একটা ভাল না। কয়েকটা সার্জারি করাতে হবে। সম্ভবত ঈদের পর জার্মানিতে গিয়ে করাবো।'

তিনি আরও লিখেছেন, 'যারা বলে বেড়াচ্ছে আমি "মৃত্যুর দিন গুনছি" তাদের কথা সিরিয়াসলি নিবেন না। একটু আগেও চেক করলাম, আমি যথেষ্ট পরিমাণে "জীবিত" আছি। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।'

প্রসঙ্গত, তিন বছর আগে ক্যানসারের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এই গায়ক। তখন থেকে ক্যানসারের সঙ্গে যোগ হয়েছে নতুন সমস্যা। ক্যানসার ও দুর্ঘটনার জন্য এ পর্যন্ত তার শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে। তার মেরুদণ্ডের হাড় ভাঙা। এ কারণে দুটি ডিস্ক বসানো হয়েছে।

এনএস

RTV Drama
RTVPLUS