• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে অজয় দেবগণ

বিনোদন ডেস্ক

  ১৫ এপ্রিল ২০২১, ১৮:৫৭
অজয় দেবগণ

ভারতের জাতীয় পুরস্কারজয়ী বলিউড অভিনেতা অজয় দেবগণ। এই অভিনেতা বিরল অসুখে ভোগা এক শিশুর চিকিৎসার জন্য এগিয়ে এলেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, আয়াংশ গুপ্তা নামের ওই ছোট ছেলেটি ‘স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি’ নামের এক বিরল মেরুদণ্ডের অসুখে ভুগছে। আর এই অসুখের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি রুপি।

কঠিন এই সময়ে ছেলেটির পাশে দাঁড়ালেন অজয়। টুইটারে একটি পোস্ট করে সকলকে যথাসাধ্য সহযোগিতার জন্য আবেদনও করেছেন তিনি।

টুইট করে অজয় জানিয়েছেন, ‘স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি’ অসুখটির চিকিৎসার জন্য যে ওষুধ প্রয়োজন তা বিশ্বের সবচেয়ে দামি ওষুধ। তিনি লেখেন, আপনাদের সকলের অনুদান ওর সাহায্যে আসবে। সেই সঙ্গে ডোনেশন লিংক কমেন্টেও দিয়ে দেন তিনি।

গেলো বছর কোভিড-১৯ প্রথম ঢেউয়ের সময় লকডাউনের ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক শ্রমিকদের সাহায্যার্থে ৫১ লাখ রুপি অনুদান দিয়েছিলেন অজয়।

এছাড়া ধারাভি বসতিতে আক্রান্তদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের খরচও বহন করেছিলেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh