• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের হাতে ধরা পড়লেন কাবিলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ১২:১০
পুলিশের হাতে ধরা পড়লেন কাবিলা
সংগৃহীত

বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলোও যেনো দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) শেষ হয়েছে নাটকটির তৃতীয় সিজন। শেষ পর্বে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়েছে কাবিলা। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ডিভোর্সের ১ মাস পর ফের বিয়ে করলেন পুতুল

এ সময় বন্ধু শুভকে কাবিলা বলেন, ‘তোরা যদি পারস আমারে ছাড়ানোর ব্যবস্থা কর।’

এদিকে কাবিলার এ পরিণতি মেনে নিতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ভক্তরা। ‘বাংলা নাটক’ এবং ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের গ্রুপে কাবিলার মুক্তির দাবি করেছেন নেটাগরিকরা।

নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘শেষ পর্ব প্রচারের পর দর্শকের ফোনের কারণে টিকতে পারছি না। এটাও ভালোবাসা। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তিনটি সিজনে দর্শককে ধরে রাখা। সে জায়গাটি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুনঃ স্ত্রী পরকীয়া করছে জেনে স্বামীর আত্মহত্যা, ভিডিও করলেন স্ত্রী

এর আগে নাটকটি থেকে বিদায় নেন আরেক জনপ্রিয় চরিত্র হাবু ভাই। তার কাতার যাওয়াকে কেন্দ্র করে নাটকটির গল্প ভিন্ন দিকে মোড় নেয়। হাবু ভাইকে ফিরিয়ে আনতে সোশ্যাল মিডিয়ায় জোর দাবি জানিয়েছিলেন নেটাগরিকরা। কেউ লিখেছেন- ফিরে আসুন হাবু ভাই। আবার কেউ লিখেছেন- খুব মিস করবো আপনাকে। আরেকজন দাবি করেছেন- নাটকটির সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে। এভাবে একের পর এক সবাই চলে গেলে কীভাবে মেনে নেবো? কিংবা কেউ লিখেছেন- নতুন কাউকে চাই না, উনাদের ফিরিয়ে আনার অনুরোধ রইলো।

প্রসঙ্গত, মোশন রক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শেষমেশ’, যে গল্প কাঁদিয়েছে দর্শকদের
কিশোর গ্যাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা
বড় ‘গ্যাঞ্জামের’ ইঙ্গিত দিলেন নির্মাতা অমি
‘শেষমেশ’-এ কাজের অভিজ্ঞতা দারুণ ছিলো : পারসা ইভানা
X
Fresh