Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

দোয়া চেয়ে যা বললেন অসুস্থ রিয়াজ

দোয়া চেয়ে যা বললেন অসুস্থ রিয়াজ
ফাইল ছবি

দেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে বাসাতেই আছেন তিনি। দ্বিতীয়বার পরীক্ষা করিয়ে সেখানে অবশ্য করোনা পজিটিভ এসেছে৷ তবে আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি। সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা৷

এদিকে 'বঙ্গবন্ধু' সিনেমায় তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করবেন রিয়াজ৷ সেই সিনেমার শুটিংয়ে অংশ নিতে মুম্বাই যাওয়ার কথা ছিলো তার৷ আর সে কারণেই শুটিংয়ের নিয়মমাফিক করোনার টেস্ট করাতে গিয়ে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

রিয়াজ বলেন, 'আমি স্বাদ-গন্ধ সবই পাচ্ছি। শুধু শরীরে ব্যথা আছে, দুর্বলতাও। এছাড়া করোনার উপসর্গ তেমন কিছু নেই৷ চিকিৎসকরা বলছেন এটা করোনার নতুন একটি ধরন। উপসর্গগুলো প্রকাশ পায় না।'

তিনি আরও বলেন, 'করোনা ক্রমশই মারাত্মক আকার ধারণ করছে৷ সবাইকে সাবধানে থাকতে হবে৷ শোবিজের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সবার সুস্থতা কামনা করি। দেশের সবাই সুস্থ থাকুক প্রার্থনা করি।'

প্রসঙ্গত, গেল ২৮ মার্চ করোনার নমুনা পরীক্ষা করান রিয়াজ৷ ২৯ মার্চ করোনা পজিটিভ রিপোর্ট আসে তার।

এনএস

RTV Drama
RTVPLUS