• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মুম্বাইয়ে আটকে থাকা দীঘি অবশেষে দেশে ফিরলেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২১, ১৯:০০
মুম্বাইয়ে আটকে থাকা দীঘি অবশেষে দেশে ফিরলেন
ফাইল ছবি

করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিয়ে উঠেছে। লকডাউনের কারণে টিকিট না পেয়ে মুম্বাইয়ে আটকা পড়েছিলেন দীঘি। অবশেষে আজ দুপুর ২ টা ১০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছেছেন তিনি।

দীঘি বলেন, 'অবশেষে দুই সপ্তাহের বেশি সময় পর ঢাকায় ফিরলাম। খুব ভালো লাগছে। স্বস্তি অনুভব করছি। তবে চলে আসার সময় খারাপও লাগছিল। কারণ এতোদিন একটা টিমের সঙ্গে কাজ করেছি। তাদের মায়ায় পড়ে গিয়েছিলাম। সবাইকে অনেক মিস করছি।'

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রের অভিনয় করছেন দীঘি। গত ২৫ মার্চ তিনি দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য মুম্বাইয়ে যান। এর মাঝেই জারি হয় লকডাউন। তাই টিকিট নিয়ে খানিকটা জটিলতায় পড়েছিলেন দীঘি।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুখ খুলতে নারাজ দিঘী
ডিবি কার্যালয় থেকে বের হয়ে যা বললেন দীঘি (ভিডিও)
ডিবি কার্যালয়ে দীঘি
শাবনূরকে ‘মা’ সম্বোধন করে যা বললেন দিঘী
X
Fresh