logo
  • ঢাকা সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮

গোপন বিয়ে, মুখ খুললেন ঋতাভরী

ঋতাভরী চক্রবর্তী

হঠাৎ করেই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে টালিউড ও বলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। তিনি নাকি গোপনেই বিয়ে করেছেন।

বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। ঋতাভরী চক্রবর্তী বলেন, এ রকম ভুলভাল তথ্য আর খবর একদম বিশ্বাস করবেন না।

এদিকে খবর রটনা না ঘটনা, বুঝবেন কী করে অনুরাগীরা? একটি ভিডিওতে তার টিপস দিয়েছেন ঋতাভরী। ৮ রকমের তথ্য যাচাই করে নিতে বলেছেন সবাইকে। পাশাপাশি একান্ত অনুরোধ, দয়া করে ভুয়া খবর ছড়াবেন না।

ভারতীয় গণমাধ্যমের খবর, কিছু দিন আগেই মুম্বাইয়ের এক গয়না বিপণির হয়ে বিজ্ঞাপনী শুট করেন তিনি। সেখানে কনের বেশে সেজেছিলেন অভিনেত্রী। বিয়ের একাধিক আচারও পালন করতে দেখা যায় তাকে। নেটমাধ্যমে প্রচারিত মুহূর্ত বলছে, সেই বিজ্ঞাপনী চিত্রের কিছু অংশ কেটে নিয়ে ঋতাভরীর বিয়ের খবর পরিবেশিত হয়। যা দেখে বিভ্রান্ত বহু অনুরাগী।

এম

RTV Drama
RTVPLUS