• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

টেলি সামাদ নেই দুই বছর

বিনোদন ডেস্ক

  ০৬ এপ্রিল ২০২১, ১৫:৫৫

ঢাকাই ছবির জনপ্রিয় নাম টেলি সামাদ। আজ তার চলে যাওয়ার দুই বছর পূর্ণ হলো।

২০১৯ সালের এই দিনে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যুর আগে পাঁচ বছরের বেশি সময় ধরে হৃদরোগসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন টেলি সামাদ।

প্রায় প্রায়ই হাসপাতালে কাটাতে হতো তাকে। মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও গ্রামে তার বাবা মায়ের পাশেই কবরের পাশেই স্থায়ী ঠিকানা এখন তার।

দর্শকনন্দিত এই কৌতুক অভিনেতার প্রকৃত নাম আব্দুল সামাদ। ১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। ‘কার বউ’ তার অভিনীত প্রথম সিনেমা হলেও দর্শকদের কাছে টেলি সামাদ পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমার মাধ্যমে।

টেলি সামাদ চল্লিশ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ছয় শতাধিক সিনেমায়। টেলিসামাদ সংগীতেও সমান পারদর্শী ছিলেন। পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে গান করেন টেলিসামাদ।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh