• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অভিনেতা এস এম মহসিন

বিনোদন ডেস্ক

  ০৬ এপ্রিল ২০২১, ১৩:২১
অভিনেতা এস এম মহসিন

রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন নাট্যব্যক্তিত্ব এস এম মোহসিন। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি৷

বরেণ্য এই অভিনেতার অসুস্থতার তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ।

তিনি জানান, এস এম মহসিনের শারীরিক অবস্থা বেশ নাজুক৷ তাই তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে৷

এস এম মহসিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এস এম মহসিন।

এস এম মহসিন আতিকুল হক চৌধুরী পরিচালিত রক্তে ভেজা ও কবর নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত চিঠি নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে পদক্ষেপ নামে নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।

তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সন্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও৷ অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
লক্ষ্মীপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫২ জন
X
Fresh