logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক

  ০৬ এপ্রিল ২০২১, ১০:৪১
আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১০:৫৯

অনেক কিছু শিখতে হবে: সাবিলা নূর

সাবিলা নূর

টেলিভিশন পর্দার নিয়মিত মুখ সাবিলা নূর। সম্প্রতি বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং শেষে মুম্বাই থেকে ঢাকা ফিরেছেন তিনি। জানা গেছে, ছবির গল্পে ১৪ থেকে ২২ বছরের শেখ রেহানার চরিত্রে দেখা যাবে সাবিলাকে। এই কাজটি ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তিনি। এটি সাবিলা অভিনীত প্রথম ছবি।

তবে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ইচ্ছে নেই বলে জানান সাবিলা। তিনি জানান, সত্যি বলতে কী, নিয়মিত হওয়ার ইচ্ছা নেই। সব সময় বলে এসেছি, সিনেমার জন্য আমি এখনো অনেক ছোট। সিনেমায় কাজ করতে হলে আরো অনেক কিছু শিখতে হবে। যেহেতু বঙ্গবন্ধুর বায়োপিকের মতো একটি সুযোগ পেয়েছি, এই সুযোগ কেউ হাতছাড়া করতে চাইবে না। আমিও চাইনি। এই ধরনের একটি ছবিতে অভিনয়ের পর পরের ছবি নিয়ে অবশ্যই অন্যরকমভাবে ভাবতে হবে।

বর্তমানে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাবিলা। আর অভিনয়ের বাইরে ভবিষ্যতে সাবিলার শিক্ষকতা পেশায় যাওয়ার আগ্রহ আছে বলে জানান তিনি।

এম

RTV Drama
RTVPLUS