• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদ 

বিনোদন ডেস্ক

  ০৫ এপ্রিল ২০২১, ১৫:২৬
হান লে

গেলো সপ্তাহে মিস গ্র্যান্ড মিয়ানমার, হান লে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২০ প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে তার দেশের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে বক্তব্য রাখেন।

সেদিন থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২০ অনুষ্ঠানের মঞ্চে হান বলেন, আজ আমার দেশে মিয়ানমারে ... অনেক লোক মারা যাচ্ছে। মিয়ানমারকে সাহায্য করুন, আমাদের এখনই আপনাদের পক্ষ থেকে জরুরি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

গেলো ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে একের পর এক হত্যা চলছে। অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামলেই চালানো হচ্ছে গুলি।

মাসখানেক আগে ২২ বছর বয়সী হানও তার দেশ মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের সড়কে সেনাবিরোধী বিক্ষোভে শামিল হয়েছিলেন।

স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থার মতে, এখন পর্যন্ত ৫০০ এর বেশি মানুষ মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছে। এদিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এর তথ্য অনুসারে, নিহতদের মধ্যে অন্তত ৪৩ শিশু রয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
লক্ষ্মীপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫২ জন
X
Fresh