বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২০:৪০
মধুমিতার ভিডিও দেখে চোখ সরাতে পারেননি বরুণ (ভিডিও)

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। তার পোস্ট করা ছবি ও ভিডিও দেখে মুগ্ধ হয়ে যান নেটজনতা। মধুমিতার ভিডিও চোখ এড়ায়নি বলিউডের তারকা অভিনেতা বরুণ ধাওয়ানের। শুধু তাই না, সেই ভিডিওতে লাইক দিয়েছেন বরুণ।
মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, মধুমিতার পরনে টকটকে লাল রঙের হাই স্লিট স্কার্ট ও কাঁধ উন্মোচিত টপ। ফটোশুটের মুহূর্তকে ভিডিওতে ধারণ করা হয়েছে। সেখানে নানা পোজে দেখা গিয়েছে তাকে। কখনও দৃশ্যমান হয়েছে নায়িকার উরুর ট্যাটু। সব মিলিয়ে গ্ল্যামারের ঝলকানিতে সকলের নজর কেড়েছেন তিনি।
বরুণের প্রতিক্রিয়া পেয়ে বেশ খুশি মধুমিতা। তার মতে, বরুণ ধাওয়ানের এই লাইক যেন তার কাজকেই স্বীকৃতি দিল।
সূত্র- সংবাদ প্রতিদিন
এনএস