বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ
শুটিংয়ে গিয়ে করোনায় আক্রান্ত রুক্মিণী

দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে বেশ ঝুঁকি নিয়েই শুটিং করছেন অভিনয়শিল্পীরা। মুম্বাইয়ে শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন টালিউড সুপারস্টার ও সাংসদ দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রুক্মিণী। অসুস্থতার কারণেই খবরটি কাউকে জানাতে পারেননি তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে রুক্মিণী লিখেছেন, '২১ দিন আগে আমি করোনা আক্রান্ত হয়েছিলাম। লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলাম। তবে আমার মায়ের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। শরীরিক পরিস্থিতির কারণেই আমি প্রেস বিবৃতি দিয়ে একথা জানাতে পারিনি। ১৪ দিন পর আমার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। আমি এখন অনেকটাই সুস্থ। খুব শীঘ্রই কাজ শুরু করব। সকলের ভালোবাসা শুভেচ্ছার জন্য ধন্যবাদ।'
সূত্র- জি নিউজ
এনএস