Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০ বৈশাখ ১৪২৮

পাত্রী খুঁজছেন চিত্রনায়ক শাকিব

Shakib is looking for a bride
পাত্রী খুঁজছেন চিত্রনায়ক শাকিব

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ‘অন্তরাত্মা’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ৪২তম জন্মদিনটাও কাটিয়েছেন সেই শুটিংসেটে পাবনায়। তাই শুটিংস্পটে দারুণ উপভোগ করছেন তিনি।

‘অন্তরাত্মা’ নিয়ে শাকিব বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শেষ হবে। বেশ গোছানো সিনেমা। তাই কাজটা খুব উপভোগ করছি।

আরও পড়ুনঃ 'বুক চিন চিন করছে' গানটা ভাইরাল হওয়ার পর প্রচুর প্রেমের প্রস্তাব পাচ্ছি: পাবেল

জন্মদিনের সবচেয়ে প্রিয় উপহার কি জানতে চাইলে শাকিব বলেন, ভক্তদের ভালবাসাটাই আসলে সবচেয়ে বড় উপহার। অনেক ভক্ত অন্ধের মতো আমাকে ভালবাসেন। আমার জন্মদিনটা উদযাপন করেন। এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। আমার জন্য সবচেয়ে বড় শক্তি।

এসময় নিজের বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়ে খুঁজছি। লক্ষ্মী একটা মেয়ে চাই। ভালো একটা মেয়ে বিয়ে করতে রাজি হলেই আমি খুশি। যে আমাকে, আমার সংসারকে আগলে রাখবে। বাকি জীবনটা সুখে কাটাতে তাকেই পাশে চাই।’

পি

RTV Drama
RTVPLUS