Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২১, ১৭:৫১
আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৭:৫৫

পোষা কুকুরের সঙ্গে স্বামীর ক্যামেরাবন্দী হলেন সামান্থা

পোষা কুকুরের সঙ্গে স্বামীর ক্যামেরাবন্দী হলেন সামান্থা
ফাইল ছবি

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী সামান্থা আক্কিনেনি পোষা প্রাণীর প্রতি বেশ যত্নশীল। ছুটির দিনে স্বামী নাগা চৈতন্য ও পোষা কুকুর হাশের সঙ্গে আনন্দঘন মুহূর্ত পার করেছেন। ইনস্টাগ্রামে হাশের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন নায়িকা।

নাগা চৈতন্যের তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে, পোষা কুকুরকে জড়িয়ে ধরে ঘুমানোর পোজ দিয়েছেন সামান্থা। এদিকে পরম আদর পেয়ে হাশ চোখ বন্ধ করে রেখেছে। নায়িকা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- ‘সানডে, রেস্ট ডে, স্নাগল ডে, হ্যাপী ডে’।

প্রসঙ্গত, বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সামান্থা। এছাড়াও খুব শীঘ্রই ‘শকুন্তলাম’ সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। এই দুই সিনেমা ছাড়াও অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী। এছাড়া ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হবে তার। সূত্র- পিঙ্কভিলা

এনএস

RTV Drama
RTVPLUS