Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০ বৈশাখ ১৪২৮

মা হয়েছেন এমা স্টোন

এমা স্টোন,
এমা স্টোন।

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন মা হয়েছেন। খুশির জোয়ারে ভাসছেন অভিনেত্রী ও তার স্বামী ডেভ ম্যাককারি।

এই তারকা দম্পতি এখন সন্তান নিয়েই ব্যস্ত। ছেলে নাকি মেয়ে কী সন্তান হয়েছে তা এখনো জানা যায়নি। ইউএস উইকলি সূত্রে খবর, গেলো ১৩ মার্চ লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন এমা।

অভিনেত্রী এখনো আনুষ্ঠানিকভাবে মা হওয়ার খবর জানাননি। ‘লা লা ল্যান্ড’ অভিনেত্রী গেলো জানুয়ারি মাসেই মা হতে চলার খবর নিশ্চিত করেছিলেন । আর একই সপ্তাহে পাপারাতজিদের ক্যামেরায় ধরা পড়ে এমার বেবি বাম্পের ছবি।

২০১৬ সালে এমা এবং তার স্বামী ডেভের প্রথম আলাপ। স্টাডার ডে নাইট লাইভ হোস্ট করছিলেন এমা, এবং শোয়ের লেখক ছিল ডেভ ম্যাককারি। দু-বছর পর এমাকে প্রেম প্রস্তাব দেন ডেভ। এর আগে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ কো-স্টার অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে প্রণয় ডোরে আবদ্ধ ছিলেন এমা।

তবে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যায় ২০১৫ সালে। ২০১৯-এর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এমা স্টোন ও ডেভ ম্যাককারি, পরের বছরই বিয়ের পর্ব সেরে নেন।

এম

RTV Drama
RTVPLUS