• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ক্যামেরায় যাত্রা শুরু করলো ‘আনন্দী’

আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২১, ১৭:৫০
ক্যামেরায় যাত্রা শুরু করলো ‘আনন্দী’

দেশের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম 'আনন্দী'। আজ (২১ মার্চ) থেকে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

মাহমুদ হাসান শিকদারের শিশু পাচারের গল্পে 'আনন্দী' ওয়েব ফিল্মটি রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন। মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদারের যৌথ পরিচালনায় এতে জুটি বেঁধেছেন রোশান ও তমা মির্জা।

ছবির নায়িকা তমা মির্জা বলেন, ‘প্রতিটি অভিনয়শিল্পীর পছন্দের কিছু গল্প থাকে, যা সে ধারণ করে। যে গল্প সমাজের খারাপ দিক পরিবর্তনে সহায়তা করে। আনন্দী ওয়েব ফিল্মটি তেমনি একটি গল্পে নির্মিত হচ্ছে। আজ থেকে ছবির শুটিংয়ে অংশ নিলাম। এখানে আমাকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখবেন।

তিনি আরো বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়ার এই কাজটির সঙ্গে জড়িত হতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে আমার। কাজটির মাধ্যমে যদি বিন্দুমাত্র সচেতনতা তৈরি করতে পারি তবে নিজেকে সার্থক বলে মনে করবো।’

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুবলীকে নিয়ে তিন নায়কের লড়াই
প্রিয়ার ‘এক্স লাভ’
সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’!
‘কৃষ ৪’ নিয়ে নতুন তথ্য দিলেন হৃতিক
X
Fresh