• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সরু দড়ির ওপর দিয়ে হাঁটছেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২১, ১০:৫৮
সরু দড়ির ওপর দিয়ে হাঁটছেন জ্যাকলিন
জ্যাকুলিন ফার্নান্দেজ

মাটি থেকে ১০ ফুট উপরে বাঁধা সরু একটি দড়ির ওপর দিয়ে হাঁটছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দড়ির ওপর চলার জন্য শরীরের ভারসাম্য রক্ষা করতে হয়। খুব অল্প সময়ে এই কঠিন কর্ম শেখার পেছনে ছিল তার অদম্য উৎসাহ আর সাহস।

জানা যায়, ‘বচ্চন পান্ডে’ সিনেমার জন্য নতুন এই ব্যতিক্রমী আর্ট শিখেছেন জ্যাকুলিন। তিন সপ্তাহের মতো রাজস্থানের জয়সলমীরে ছিলেন। সেখানে এক সপ্তাহের মধ্যেই ‘টাইট রোপ আর্ট’ শিখেছেন তিনি।

‘টাইট রোপ আর্ট’ শেখা মোটেও সহজ নয়। এই শিল্পকলা খুবই কঠিন। জ্যাকলিন এই চ্যালেঞ্জটি খুব সিরিয়াসলি নিয়েছেন এবং জয় করেছেন। তার প্রকাশিত ভিডিওতে সকলের বাহ বাহ পাচ্ছেন নায়িকা।

প্রসঙ্গত, চরিত্রের প্রয়োজনে এর আগেও অনেক নতুন শিল্পকলা সহজে শিখেছেন জ্যাকুলিন। পোল ডান্স আর এরিয়েল যোগব্যায়াম শিখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই বলিউড তারকা। অক্ষয় কুমারের বিপরীতে জ্যাকুলিনের এই সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের ২৬ জানুয়ারি।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের কাজ পুনরায় শুরুর বিষয়ে বৈঠক
যশোরে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
‘স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে’
X
Fresh