Mir cement
logo
  • ঢাকা রোববার, ১৬ মে ২০২১, ২ জ্যৈষ্ঠ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মার্চ ২০২১, ১৪:০৭
আপডেট : ১১ মার্চ ২০২১, ১৪:১৪

ইভটিজারের চোখে চোখ রাখলেন মিথিলা

ইভটিজারের চোখে চোখ রাখলেন মিথিলা
ফাইল ছবি

অটোরিকশা থেকে নেমে টাকা খুচরা করতে একটি চায়ের দোকানে যান মিথিলা। সেখানে বসে থাকা দুই ব্যক্তি তাকে দেখে অশ্নীল মন্তব্য করেন। কিছু না বলেই সোজা ইভটিজারের চোখে চোখ রাখেন মিথিলা। সে চোখে ছিল এক প্রতিবাদী নারীর ভাষা।

ইভটিজিংয়ের প্রতিবাদে সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলা। ভিডিওটি শেয়ার করে মিথিলা লিখেছেন, 'যখন-তখন, যেখানে-সেখানে একজন নারীকে যে কোনো বেফাঁস বা অশ্নীল মন্তব্য করার আগে কি আমরা একবারও ভাবছি? পাশবিকতার মহামারিতে বহু আগেই ছেয়ে গেছে দেশ। ধর্ষকের মুখোশে পুরুষ আক্রান্ত করেছে, হত্যা করেছে অনেক প্রাণ। কত কিছু বদলেছে, কত কিছু নতুন এসেছে; কিন্তু আজও বন্ধ হয়নি নারীর প্রতি পুরুষের এই আদিম সহিংসতা। স্বাভাবিক বা মহামারি আক্রান্ত কোনো পৃথিবীই নারীর জন্য নিরাপদ নয়।'

সবার প্রতি আহ্বান জানিয়ে মিথিলা বলেন, 'আসুন, নির্যাতনকে ঘৃণা করতে শিখি। সহিংসতা নিশ্চিহ্ন হোক।'

আরও পড়ুন: জেরিন খানের গোসলের ছবিতে মেতেছে নেটজনতা!

এনএস

RTV Drama
RTVPLUS