• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পরিচালকের মুখের ওপর কথা বলার সাহস নেই দীঘির

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২১, ২৩:৪১
পরিচালকের মুখের ওপর কথা বলার সাহস নেই দীঘির
ফাইল ছবি

শিশুশিল্পী হিসেবে সকলের মন জয় করা দীঘি নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন। তাকে ঘিরে দর্শকের প্রত্যাশার মাত্রাটা একটু বেশি। এরই মধ্যে মুক্তি পেয়েছে 'তুমি আছো তুমি নেই' ছবির ট্রেইলার। যা দেখে দর্শকরা চরম হতাশ। মানহীন গল্প ও নির্মাণে অদক্ষতার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে ছবিটি।

ইন্ডাস্ট্রির একজন গুণী নির্মাতা দেলোয়ার হোসেন ঝন্টু তার দীর্ঘদিনের সিনেমাযাত্রায় সাড়ে তিনশো’র বেশি চিত্রনাট্য লিখেছেন, পরিচালনা করেছেন ৭৩টি চলচ্চিত্র। সেই মানুষটি যখন সিনেমা বানাতে গিয়ে দর্শককে ‘হাস্যকর’ভাবে বোকা বানাতে চান তখন সত্যিই হতাশ হতে হয়।

পরিচালক আশা করেছিলেন, ‘তুমি আছো তুমি নেই’ হবে তার সবচেয়ে সফল সিনেমা। এমন পরিস্থিতিতে এ ছবির অভিনয় দর্শকদের পছন্দ না হওয়ার বিষয়টি নিজের কাঁধে নিতে রাজি নন দীঘি। তিনি আকার ইঙ্গিতে পরিচালকের ওপর দোষ চাপিয়েছেন।

আজ রবিবার (৭ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘আমরা যখন কোনো ফিল্ম করতে যাই তখন অনেক প্রত্যাশা নিয়ে, অনেক বিশ্বাসের সাথে সবার ওপর আস্থা রেখে কাজ করি। আমাদের অভিনয় শিল্পীদের কাজ কী? জাস্ট অভিনয়টা করা। আমরা পরিচালকের কথা অনুযায়ী অভিনয়টা করব। আমরা জাস্ট ওখানে একটা পুতুলের মতো থাকি। পরিচালক আমাদের ব্যবহার করবে। আমিও আসলে তাই ছিলাম। আমরা যারা গিয়েছি সবাই আসলে তাই ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমরা (সেখানে) গিয়েছি, আমাদের অভিনয় করাবে, আমাদের যা ডিরেকশন দিবে আমরা তাই করবো। ওখানে পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝণ্টু। তিনি লিজেন্ডারি পরিচালক। তার মুখের ওপর কথা বলার সাহস-কলিজা কিছুই আমার নেই।’

এদিকে সিনেমায় দীঘির গানের দৃশ্যটি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ছবিটির পরিচালক, গানটির কোরিওগ্রাফারের কঠোর সমালোচনা করছেন নেটাগরিকরা। অনেকে বলছেন, ‘এমন হাস্যকর আইডিয়া আজকের যুগের সিনেমায় কি করে প্রয়োগ করা যেতে পারে! আর যদিও বা করেছেন তবে সেটি এত স্পষ্ট করে বোঝা যাচ্ছে কেন।’

অনেকে দীঘির মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এই যুগে এসে তিনি কেমন করে বোতল দিয়ে বানানো মাইক্রোফোন হাতে নিয়ে গানের দৃশ্যে অংশ নিতে পারেন? কেউ কেউ ছবির বাজেট নিয়ে কটাক্ষ করে লিখছেন, ‘বাজেট না থাকলে নাটক বানালেই হয়। সিনেমার মতো বড় পরিসরে কাজ করার কি দরকার!’

প্রসঙ্গত, ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে দীঘির সঙ্গে জুটি বেঁধেছেন আসিফ ইমরোজ। আছেন আরও এক নায়িকা সিমি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, সুব্রতসহ অনেকেই।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে স্ট্যাটাস দিয়ে ডিপজলকে ভোট দেওয়ার ঘোষণা দিলেন আন্না
মুখ খুলতে নারাজ দিঘী
বড় পর্দায় পা রাখছেন কিংবদন্তি আশা ভোঁসলের নাতনি
সিনেমাটি দেখে মনে হয়েছে অপুর ছোট ভাই জয় : অমিত হাসান
X
Fresh