logo
  • ঢাকা রোববার, ১৮ এপ্রিল ২০২১, ৫ বৈশাখ ১৪২৮

মিমির গোপন প্রেমের কথা ফাঁস করলেন নুসরাত!

মিমির গোপন প্রেমের কথা ফাঁস করলেন নুসরাত!
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর বন্ধুত্বের কথা সকলের জানা। তাদের বন্ধুত্ব এতোটাই ঘনিষ্ঠ ছিল যে, একে অপরকে ‘বোনুয়া’ বলে ডাকেন। এবার মিমির গোপন প্রেমের কথা ফাঁস করলেন নুসরাত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন নুসরাত। তাতে দেখা গিয়েছে, বিছানায় এক প্লেট মোমো এবং দুই রকমের চাটনি নিয়ে বসে আছেন মিমি। তার পরনে ছিল সাদা রঙের শার্ট ও নীল প্যান্ট। ক্যামেরার পেছন থেকে নুসরাতের প্রশ্ন, কী খাচ্ছ তুমি? মোমো খেতে খেতেই বান্ধবীর প্রশ্নের উত্তর দিয়েছেন মিমি। পাশাপাশি জানিয়েছেন, লাল চাটনি তার পছন্দের।

মিমি-নুসরাতের বন্ধুত্বের সর্ম্পকে ভাটা পড়েছে। তাদের কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট এমন গুঞ্জন বাড়িয়ে দিয়েছিল। তবে সে ‍গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দুই সাংসদ। তারা জানিয়েছিলেন, তাদের সম্পর্কের তাল কাটেনি। দুই ‘বোনুয়া’র সমীকরণ আগের মতোই রয়েছে।

এনএস

RTV Drama
RTVPLUS