• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

না ফেরার দেশে বিদুষী কিশোরী আমানকর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০১৭, ১১:৩২

স্বনামধন্য শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী বিদুষী কিশোরী আমানকর না ফেরার দেশে পাড়ি জমালেন। সোমবার রাতে মধ্য মুম্বাইতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রথমসারির ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম বিদুষী কিশোরী আমানকর। ধ্রুপদী সঙ্গীত গায়িকা মোগুবাই কুর্দিকরের মেয়ে কিশোরীর জন্ম ১৯৩২ সালের ১০ এপ্রিল।

মোগুবাই ছিলেন জয়পুর ঘরানার শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী আল্লাদিয়া খান সাহেবের শিষ্যা। জয়পুর ঘরানায় তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

মায়ের কাছ থেকে নিজস্ব ঘরানার খুঁটিনাটিতে শিক্ষিত কিশোরী আমনকর তৈরি করেছিলেন তার ব্যক্তিগত স্টাইল।

অন্যান্য ঘরানার প্রভাবও পড়ে তার গায়কীতে। গেয়েছেন তুলনামূলকভাবে হালকা ঠুংরি, ভজন, আধ্যাত্মিক গীতিসহ সিনেমার গান।

কিশোরী রক্ষণশীল, নিয়মের নিগড়ে বাঁধা ওস্তাদি গানে বর্তমান জনপ্রিয় স্টাইল নিয়ে আসেন, তাতে সমালোচিত হতে হয়েছিলো।

কলাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার ১৯৮৭ সালে তাকে 'পদ্মভূষণ' এবং ২০০২ সালে 'পদ্মবিভূষণ' সম্মানে সম্মানিত করেছে। ২০১০ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমির ফেলো হন তিনি।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh