• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় চটেছেন সায়নী ঘোষ

বিনোদন ডেস্ক

  ০৪ মার্চ ২০২১, ২১:১৭
ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে বলেছেন, যার নিজের ঘর কাঁচ দিয়ে তৈরি, তার কখনো অন্যের বাড়িতে ঢিল ছুড়তে নেই।

এক টুইট বার্তায় একথা লিখেছেন সায়নী। যেখানে উত্তরপ্রদেশকে 'ধর্ষণের রাজধানী' বলে কটাক্ষ করেন অভিনেত্রী।

গেলো মঙ্গলবার গাজোলে জনসভা করেন যোগী আদিত্যনাথ। সেখান থেকেই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নিয়ে তোপ দাগতে শুরু করেন তিনি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে হিংসার পরিমাণও বাড়ছে বলে দাবি করেন যোগী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন সায়নী ঘোষ।

পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভায় যোগী আদিত্যনাথ যখন এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন, উত্তরপ্রদেশের তখন জেল থেকে বেরিয়ে হাথরসের নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করে অভিযুক্ত। ওই ঘটনার পর জোর তরজা শুরু হয় রাজনৈতিক মহলে। যোগী নিজের রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে প্রায় ব্যর্থ, তখন অন্যের দিকে কীভাবে আঙুল তুলছেন বলে তোলা হয় প্রশ্ন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh