• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজনীতিতে যোগ দিয়ে যা বললেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক

  ০৩ মার্চ ২০২১, ২১:৪৫
সায়ন্তিকা ব্যানার্জী,
সায়ন্তিকা ব্যানার্জী।

আমার সৌভাগ্য আমি আজ তৃণমূলে যোগদান করছি। দিদির পাশে আগেও ছিলাম, আগামীদিনেও থাকব। দিদি আমায় যে গুরুদায়িত্ব দিয়েছেন তা যেন পালন করতে পারি। বললেন সায়ন্তিকা ব্যানার্জী।

টালিউডের ফিটনেস সচেতন এই নায়িকা বুধবার (৩ মার্চ) তৃণমূলে যোগদানের পর এসব কথা বলেন।

সায়ন্তিকা বলেন, গত ১০ বছর দিদির (মমতা ব্যানার্জী) সমর্থক ছিলাম। এখন আমার মনে হয়েছে দিদির হাত আরও শক্ত করে ধরা প্রয়োজন। আর সেজন্য এই সিদ্ধান্ত। বাংলার মানুষ দিদিকেই চায়। আমিও দিদিকে চাই। নিজের মতো করে আমার মতো প্রকাশ করলাম। আমি চাই আপনারা সবাই দিদির পাশে থাকুন।

নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে সায়ন্তিকা বলেন, দেশের সেবা করতে দলে যোগ দিয়েছি। নির্বাচনে লড়ব কি না সেই সিদ্ধান্ত দিদিই নেবেন।

এদিন পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর হাত থেকে পতাকা তুলে নেন সায়ন্তিকা। তৃণমূলে যোগদান করে সায়ন্তিকা ধন্যবাদ জানান মমতা ব্যানার্জীকে। আর তার গলাতেও শোনা গেলো ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে প্রদর্শনের উপযোগী নয় রাফির ‘অমীমাংসিত’
শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি, ক্লাস শুরুর প্রস্তুতি
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
বীমা দাবির ১০ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ ইন্স্যরেন্স
X
Fresh