• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মৃত্যুর পর গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতা চ্যাডউইক বোজম্যান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২১, ১২:২৬
মৃত্যুর পর গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতা চ্যাডউইক বোজম্যান
ছবি: সংগৃহীত

করোনার কারণে এবার গোল্ডেন গ্লোবের পুরো আয়োজনে ছিল বিশেষ সতর্কতা। পুরস্কার জয়ীদেরও সংক্রমণের ঝুঁকি নিতে হয়নি। তারা নিজের ঘর বা হোটেল থেকেই যোগ দেন অনুষ্ঠানে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরে ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রয়াত চ্যাডউইক বোজম্যান। ক্যানসারে ভুগে মাত্র ৪৩ বছর বয়সে মারা যাওয়া এই অভিনেতার পুরস্কার নিয়েছেন তার স্ত্রী টেইলর সিমোনে লিডওয়ার্ড।

তিনি বলেন, আমার স্বামী জীবিত থাকলে এ সম্মাননা গ্রহণ করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতো, বাবা-মায়ের প্রতি সম্মান জানাতো, পূর্বসূরিদের ধন্যবাদ দিতো তাদের পথপ্রদর্শন ও ত্যাগ স্বীকারের জন্য। সে এমন কিছু বলতো যাতে থাকতো সৌন্দর্য ও অনুপ্রেরণা।

মার্ভেলের ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিতে কাজ করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন চ্যাডউইক বোজম্যান। ‘42’, ‘গেট অন আপ’, ‘মার্শাল’, ‘দ্য ফাইভ ব্লাডস’ তার উল্লেখযোগ্য সিনেমা। দীর্ঘ চার বছর ধরে কোলন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। গত বছরের ২৮ আগস্ট জনপ্রিয় মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান মারা যান। সূত্র: ডয়চে ভেলে

এনএস/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh