• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সঙ্গীত ব্যক্তিত্ব মাইকেল গুডিনস্কি আর নেই

বিনোদন ডেস্ক

  ০২ মার্চ ২০২১, ১১:৩৩
মাইকেল গুডিনস্কি।

অস্ট্রেলিয়ার সঙ্গীতের 'হৃদয়' বলা হতো মাইকেল গুডিনস্কিকে। গুণী এই মানুষটি ৬৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ মঙ্গলবার বিবিসি অনলাইন জানায় সোমবার (১ মার্চ) রাতে মেলবোর্নে নিজ বাড়িতে মারা যান এই সঙ্গীত ব্যক্তিত্ব। গুডিনস্কি অস্ট্রেলিয়ার বিখ্যাত রেকর্ড কোম্পানি মাশরুম রেকর্ডসের প্রতিষ্ঠাতা। ট্যুর প্রমোটার হিসেবেও পরিচিতি ছিল তার। অনেক বড় মাপের শিল্পীকে তিনি অস্ট্রেলিয়ায় নিয়ে আসতেন।

আরও পড়ুন :

মাইকেল গুডিনস্কি স্থানীয় মেধাবী শিল্পীদের উঠে আসতে সহযোগিতা করেছেন। কাইলি মিনোগ ও জিমি বার্নসের মতো তারকা তৈরিতে অবদান রেখেছেন তিনি। তার নিজের মেয়ে কেটও একজন সঙ্গীতশিল্পী।

সঙ্গীতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে অর্ডার অব অস্ট্রেলিয়ার মেম্বার ও মিউজিক ভিক্টোরিয়া অ্যাওয়ার্ডের হল অব ফেমে সম্মানিত হন মাইকেল গুডিনস্কি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh