logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

পুরোনো দিনে ফিরে গেলেন সামান্থা

পুরোনো দিনে ফিরে গেলেন সামান্থা
ফাইল ছবি

ভারতের চেন্নাই রাজ্যে বেড়ে উঠেছেন তেলেগু ও তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। বর্তমানে হায়দরাবাদে বসবাস করা এই অভিনেত্রী তার পরবর্তী সিনেমা ‘কাথুভাকুলা রেন্ডু কাধাল’ এর শুটিংয়ের জন্য চেন্নাইতে রয়েছেন। সেখানে গিয়ে শৈশবের কথা স্মরণ করে একটি ভিডিও পোস্ট করেছেন এই সুন্দরী।

সামান্থা একটি পাহাড়ের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এই পাহাড়, আমার বাড়ি থেকে এটির চূড়া দেখা যায়। এটি আমার প্রিয় জায়গা। সম্ভবত আমার সম্পর্কে যেকোনো মানুষের চেয়ে এটি বেশি জানে।

তিনি আরো লিখেছেন, পরীক্ষার দিনগুলোতে উদ্বিগ্ন সকালে সমস্ত দেবতাদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমি কখনোই পালন করবো না। প্রথম প্রেম, বন্ধুর মৃত্যু, অশ্রু এবং বিদায় এসব কারণেই ‘আমার পাহাড়’ তার নিজস্ব পোস্টের দাবিদার।

বিগনেশ শিবনের পরিচালনায় সামান্থার ‘কাথুভাকুলা রেন্ডু কাধাল’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় শেঠুপতী ও নয়নতারা। ছবিটির জন্য সংগীতায়োজন করেছেন অনিরুধ।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া।

এনএস/এম

RTV Drama
RTVPLUS