logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

নায়িকার গোপন চুম্বনের কথা ফাঁস

পরিণীতি চোপড়া,
পরিণীতি চোপড়া।

জীবনের প্রথম চুম্বনের কথা নিজেই ফাঁস করলেন নায়িকা। বলিউডের এই অভিনেত্রীর একটি ভিডিও নেটফ্লিক্স ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে এ বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে জীবনের প্রথম চুম্বনের কথা পরিণীতি নিজেই ফাঁস করলেন।

আরও পড়ুন : কন্টাক্ট লেন্স গলে নায়িকার চোখ ক্ষতিগ্রস্ত!

পরিণীতি চোপড়া বলেন—‘আমার বয়স যখন ১৮ বছর তখন প্রথম চুমু খেয়েছিলাম।’ তবে কাকে প্রথম চুম্বন করেছিলেন এ বিষয়ে কিছু জানাননি তিনি।

ওই ভিডিওতে তিনি জানিয়েছেন, কখনো কারো সঙ্গে ডেটে যাননি। পরিণীতি চোপড়া বলেন—‘আমি কখনো কারো সঙ্গে ডেটে যাইনি। অন্তত চিরাচরিত অর্থে ‘ডেট’ বলতে যা বোঝায়, তেমন কোনো অভিজ্ঞতা নেই। আমার কাছে ডেট মানে একসঙ্গে বাড়িতে বসে ‘চিল’ করা, সিনেমা দেখা এবং খাওয়াদাওয়া করা।’

আরও পড়ুন :

পরিণীতির সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। ঋভু দাশগুপ্ত পরিচালিত এ সিনেমা গত ২৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইংরেজি সিনেমার রিমেক এটি।

এম

RTV Drama
RTVPLUS