• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘মেকআপ’ চলচ্চিত্রকে অপ্রদর্শনযোগ্য ঘোষণা করল সেন্সর বোর্ড

বিনোদন ডেস্ক

  ০১ মার্চ ২০২১, ১৫:০২
মেকআপ ছবির পোস্টার।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড চলচ্চিত্রশিল্পকে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক অনন্য মামুনের ‘মেকআপ’ চলচ্চিত্রকে অপ্রদর্শনযোগ্য হিসেবে ঘোষণা দিয়েছে। এ তথ্য জানিয়েছেন সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক।

গেলো ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে প্রযোজক-পরিচালককে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর ফলে ছবিটি দেশের কোনও প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারবেন না প্রযোজক।

তবে বিধি অনুসারে চিঠি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে ছবির প্রযোজক-পরিচালকের।

পরিচালক অনন্য মামুন জানান, তিনি চিঠিটি পেয়েছেন; তবে আপিল করবেন না। ছবিটি আবার নতুনভাবে সেন্সরের জন্য জমা দেবেন। ‘মেকআপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের: ম্যাক্রোঁ
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
X
Fresh