• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেবিনেটে উত্থাপন হবে চলচ্চিত্র নীতিমালা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৭, ১২:১৪

বর্তমানে দেশে জাতীয় চলচ্চিত্র নীতিমালা নেই। এবারের কেবিনেটে চলচ্চিত্র নীতিমালা উত্থাপন হবে। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার বিএফডিসি চত্বরে চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, এ নীতিমালা চলচ্চিত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে বাজেটে বরাদ্দ বাড়ানোর সুযোগ তৈরি হবে। আমরা আবার ফিরে পাবো চলচ্চিত্রের সোনালি যুগ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ একেএম রহমত উল্লাহ, সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মুরতুজা আহমেদসহ আরো অনেকে।

উপস্থিত ছিলেন নায়ক রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, ইলিয়াস কাঞ্চনসহ চলচ্চিত্র জগতের কলাকুশলীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh