Mir cement
logo
  • ঢাকা শনিবার, ০৮ মে ২০২১, ২৫ বৈশাখ ১৪২৮

দীপিকা রাস্তায়, কেউ জড়িয়ে ধরে তো কেউ ছুঁয়ে দেখতে চায়!

দীপিকা রাস্তায়, কেউ জড়িয়ে ধরে তো কেউ ছুঁয়ে দেখতে চায়!
ফাইল ছবি

বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকা দীপিকা পাড়ুকোন। যেকোনো সিনেমায় দীপিকার উপস্থিতি দর্শক মনে বাড়তি আগ্রহ তৈরি করে। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও দীপিকাকে ঘিরে ভক্তদের উৎসাহের কমতি নেই। এমন পরিস্থিতিতে বেশ দুষ্টু মিষ্টি অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি।

আরও পড়ুন : তৃতীয় বিয়ে ভাঙতে না ভাঙতেই অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী!

সুযোগ পেলেই বাইরে ঘুরতে ও খেতে যান দীপিকা। গেলো বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের খারের একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে যে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা ভাবতেই পারেননি এই অভিনেত্রী।

আরও পড়ুন : বলিউড পুরোপুরি ফেক একটি জায়গা: ইমরান হাশমি

দীপিকার উপস্থিতির কথা আগেই জানতে পারেন তার ভক্তরা। প্রিয় অভিনেত্রীর আগমনে রেস্তোঁরার সামনে প্রচণ্ড ভিড় জমে যায়। দীপিকা যখন রেস্তোঁরা থেকে বের হন, তখন কেউ তাকে জড়িয়ে ধরেন, কেউ ছুঁয়ে দেখতে চান। প্রচণ্ড ধাক্কাধাক্কির মধ্যে নিরাপত্তরক্ষী নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না তিনি। এক নারী দীপিকার ব্যাগ টেনে ধরেন। এরপর বডিগার্ডদের সাহায্যে কোনরকম গাড়িতে উঠেন তিনি। অবশ্য এ ঘটনায় অসন্তুষ্ট হতে দেখা যায়নি দীপিকাকে । সর্বদা মুখে লেগে ছিল মিষ্টি একটা হাসি।

আরও পড়ুন : বিয়ের জন্য অপেক্ষারত কনে জানতে পারলো তার আপত্তিকর ভিডিও বরের মোবাইলে

সূত্র: এনডিটিভি

এনএস

RTV Drama
RTVPLUS