logo
  • ঢাকা মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ৩০ চৈত্র ১৪২৭

ভালো সিনেমার প্রয়োজন: আরজু

কায়েস আরজু,
কায়েস আরজু।

‘তুমি আছো হৃদয়ে’ খ্যাত নায়ক কায়েস আরজু নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাগুলো প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর মধ্যে এক পশলা বৃষ্টি নামে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। এতে তার বিপরীতে থাকবেন আঁচল আঁখি।

গতকাল বুধবার উত্তরায় ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম দিন নায়িকা আঁচল অংশ নিলেও আগামীকাল শুক্রবার থেকে সিনেমার প্রধান অভিনেতা কায়েস আরজু যোগ দেবেন।

কায়েস আরজু আরটিভি নিউজকে বলেন, এটি শাপলা মিডিয়ার ১০০ সিনেমার প্রজেক্ট। দারুণ একটি গল্পে কাজ করতে যাচ্ছি। রোমান্টিক গল্পের এই সিনেমায় আঁচলের সঙ্গে আমার রসায়ন দর্শকরা পছন্দ করবেন বলে আশা করি। ইন্ডাস্ট্রির এই খারাপ সময়ে ভালো সিনেমার খুব প্রয়োজন। আমরা ভালো একটি সিনেমা উপহার দেয়ার আপ্রাণ চেষ্টা করবো।

এর বাইরে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’তে দেখা যাবে আরজুকে। সবশেষ ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় দেখা যায় তাকে।

এম

RTV Drama
RTVPLUS